অনেক আশা এবং প্রত্যাশা নিয়ে এসেছিল ২০১৪ সাল। কিছু আশা ভেঙ্গে দিয়ে এবং প্রত্যাশাগুলো অপূর্ণ রেখেই চিরাচরিত নিয়মেই দেখতে দেখতে হারিয়ে গেল অনন্ত কালের গর্ভে। তাই বলে কি আমরা থেমে আছি। আমরা তো ঠিকই আপন কক্ষপথে মৃত্যুর প্রহর গুনতে গুনতে এগিয়ে যাচ্ছি। এক ফোটা রক্তে যে পথের শুরু হয়েছিল মৃত্যুতেও শেষ হয় না সেই পথচলার। অতএব পুরোনোকে ভুলে নয় তার থেকে অভিজ্ঞতা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। সাথে সাথে নতুন বছরের ঝুড়ি থেকে রহস্য গুলোও মেলাতে হবে। তবেই হয়তো নতুনত্ব চলার পথে বাধা না হয়ে সঙ্গী হবে।
স্বাগতম নতুন ইংরেজি বর্ষ ২০১৫.........................
স্বাগতম নতুন ইংরেজি বর্ষ ২০১৫.........................